আট বছরের আসিফা, পাহাড়ি মেয়ে দুরন্ত
ডি নদীর তীরে বেড়ে ওঠা মারিয়া'র মতো
কিংবা ইছামতীর পাড়ের আমিনা'র মতো
বা ডুলুং নদীতে মাছ ধরা ঝিমলি'র মতো।


আসিফা'রা স্নিগ্ধ সুন্দর, ওরা উজ্জ্বল, চির চঞ্চল
ওরা, জীবনের ভাঙ্গাচোরা পথ'কে দু' পায়ে মাড়িয়ে
পাহাড় ফাটিয়ে নেমে আসা ঝর্ণা'র মতো উচ্ছল।
তাই তো আসিফা তার ঘোড়াদের বন্ধু হয়
টগবগিয়ে ছুটে বেড়ায় পাহাড় জল জঙ্গল।


কচি মন ভাবতে শেখেনি, জীবনের জটিল মারপ্যাঁচ
নরপশুরা খুবলে খাবে শরীর, করবে উল্লাস নাচ!
গোলাপের কুঁড়ি জানে - দিনে দিনে হবে বিকশিত
জানেনা, ঝড়ের তাণ্ডবে তাকে হতে হবে বৃন্তচ্যুত!


আমরা কি ভাবতে পেরেছি?...
নিসর্গ ভূস্বর্গ কাশ্মীর - ভারতবর্ষের অহংকার
হবে অশান্ত উপত্যকা, বুলেট বিদ্ধ নরক গুলজার?
বিশাল অরণ্যে মিলিয়ে যাবে ধর্ষিতা আসিফা'র
বাঁচার আর্তি, যন্ত্রণাক্লিষ্ট আর্তনাদ, চিল চিৎকার!


সকালে এ ঘটনা হয় মিডিয়া'র হেডলাইন খবর
ধর্ষণের খবর!... তার লাশ হয়ে যাওয়ার খবর!


তাই, আজ শুধু আসিফা'রা নয় ধর্ষিত -
আজ আসমুদ্র হিমাচলের চেতনা ধর্ষিত!
লাঞ্ছিত!... কলঙ্কিত!... ভূলুণ্ঠিত!
আপামর ভারতবাসী আজ বাক্য-রহিত
লজ্জাবনত....... মস্তকাবনত!!