দু'চোখের পাতায়
ঘুম নেই কেন একটুখানি?
নিদ্রাহীন রাজামশাই
খালি ওঠেন বসেন..
ভাবেন, —একি হয়রানি!
কী আর করা, তখন
মধ্যরাতে দেখেন বসে
রানির রূপের লাবণি!
নিঝুম রাতে রাজার বুকে
মাথাটি রেখে রানি,
চওড়া ছাতির সোহাগ মাখে।
গোঁফ পাকিয়ে রাজামশাই
নিদ্রা ভুলে, শূন্যবুকে..
বুকভরা দম আঁকে!