অভিনয়ের আড়ালে,
বদলে যায় দৃশ্য, পাল্টে যায় মুখ
পাড়ায় পাড়ায় ল্যাম্পপোষ্টে ঝান্ডা বদল
স্থিতধী দেওয়াল নীরব দর্শক হয়ে দেখে
মোড়ে মোড়ে ভোট উৎসবের কাঁঠাল ভাঙে
দান-খয়রাতির মৃদুমন্দ হাওয়া বয়ে যায়
ম-ম গন্ধে ভরে যায় অলিগলি চারপাশ
মেহনতি পিঁপড়ের সারি, নীল মাছি ভনভন
মজদুরী খেটে খাওয়া প্রাণে বাঁচার আঘ্রাণ
প্রতিশ্রুতির মূলো ঝোলে নাক বরাবর—
ক্ষুধার আলপথে প্ৰাণ প্রাণপণ ছোটে
আশার আলোয় জাগে মরীচিকা ভ্রম
আগুনে ভাগ্য সেঁকে উত্তাপ চেটে খায়
স্বপ্ন-সুখের চৌকাঠে খায় বেদম হোঁচট
পোড়াকপাল ফুলে ওঠে আবার, বারবার!
তবুও, গণতান্ত্রিক উৎসবের পরিক্রমা,
ঘটনা পরম্পরা বারবার এভাবেই আসে
ঘুরে ফিরে আসে, আমাদের এই দেশে..
অভিনয়ের আড়ালে, রাজা-রানি মুচকি হাসে!