(আজ বিশ্ব কবিতা দিবস স্মরণে)


জীবন চলমান প্রবহমান সুমহান
তবু চারিদিকে ঘিরে থাকে যত অভিমান
এই বসন্তের কৃষ্ণচূড়া পলাশ জানে সে সব দিন..
তুমিই আমার প্রথম প্রেম, কবিতা আমার
যে প্রেম পাতা ঝরার ভিতর দিয়ে
অরণ্যের বসন্তবিস্তারে কুয়াশার আম্রমুকুল
তরুণ থেকে চিরতরুণ হয়ে বাঁচে
বয়স বাড়ে না তার, বুড়ো হয় না কোনওদিন
প্রতিটি মুহূর্তে পুনর্জন্ম তার
তুমিই আমার জেগে ওঠার জিয়নকাঠি
তুমিই ভালোবাসার চিরন্তন ভাষা
প্রাত্যহিক জীবনযাপনে সম্পর্কের সমীকরণ
তোমাকে ঘিরে নিরন্তর উৎসব উদযাপন আমার
তোমার জন্যই এই বিষণ্ণ বসন্তবিলাস!


টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ২১শে মার্চ, ২০২৩