ছেলেবেলা মানে, - খেলা সারাবেলা
সারাদিনমান ডাং-গুলি খেলা
ছেলেবেলা মানে, - দিঘির জলে
অবাধ সাঁতার, শালুক-পদ্ম তোলা।


ছেলেবেলা মানে, - মার্বেল খেলা
জমিয়ে রাখা কাচের গুলি
ছেলেবেলা মানে, - ব্যাঙ্গমা-ব্যাঙ্গমী
রূপকথার গল্প, ঠাকুরমার ঝুলি।


ছেলেবেলা মানে, - শিশির ঘাসে হাঁটা
খালি দু'টি পায়ে ভোরবেলা
ছেলেবেলা মানে, - বকুল মালা গাঁথা
ফুল বিছানো শিউলি তলা।


ছেলেবেলা মানে, - লাটাই, রঙিন ঘুড়ি
বর্ষার জলে ভেজা, কাদামাখা শৈশব
ছেলেবেলা মানে, - চোর-পুলিশ, কানামাছি
বনভোজন, পিকনিক, হৈচৈ কলরব।


ছেলেবেলা মানে, - হাফ্-প্যাডেল সাইকেল
উঁচু মগডালে ধরা পাখির ছানা
ছেলেবেলা মানে, - পাড়া-ফুটবল
হিপ্-হিপ্-হুরররে, দুর্বার দুরন্তপনা।


ছেলেবেলা মানে, - রেডিও'র নাটক
বিবিধ ভারতী, বিনাকা গীতমালা
ছেলেবেলা মানে, - ন্যাকা-বোকা প্রেম
দোতলার বারান্দা, শনিবারের বারবেলা।


ছেলেবেলা মানে, - অজানা-অচেনা'কে চেনা
রকমারি ফন্দি, দুষ্টু-মিষ্টি ছন্দময়
ছেলেবেলা মানে, - কিশোরবেলার গন্ধ
বিস্ময়, বর্ণময়, কেবলই আনন্দময়।


স্মৃতির সরণি বেয়ে -
ফিরে আসে আমার ছেলেবেলা
বড়ো আদরের সে ছেলেবেলা
বড়ো মিষ্টি সোনা ছেলেবেলা
বড়ো অভিমানী সে ছেলেবেলা!!