.
আকাঙ্ক্ষাহীন তোমার সাথে দেখা হয় প্রায়..
পরস্পরের কাছে আসি, পাশাপাশি বসি
সৌজন্য করমর্দন, ভালো-মন্দ আলাপচারিতা
মিলনের এ এক যুগল বিভ্রম
অথচ, শিল্পীর হৃদয় শরীরসর্বস্য নয়
সৃষ্টির আনন্দ-সরগমে মাতে, শরীরে থাকে না হৃদয়
আকাঙ্ক্ষারূপ তৃষ্ণার গভীর ধ্যানে পদ্ম ফুটলে
সমিধরাশির তর্পণে যখন আগুনসম্ভবা জাগে
শরীরের সাথে দেখা হয় তার
হৃদয়ের হ্রদে জল ও আগুন মিলেমিশে থাকে
আকাঙ্ক্ষার গোধূলিসীমায় যে অস্থিরতা, টানাপোড়েন
তার মিলনব্যাকুল কথামালায়
শরীর ও হৃদয়ের সাক্ষাৎ ঘটে কখনও বা..
.
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ০৩|০১|২০২৩