ভেবেছিলাম অনেক কিছুই পারি
ভালোবেসেছিলাম তোমাকে নারী
ভেবেছিলাম ভালোবাসায় কেনা যায় সব
বৃথাই ভালোবাসা! মিছে করি কান্না কলরব।


জানিনা, ভালোবাসা কাকে বলে
কানে কানে তুমি শুধু বলেছিলে -
অন্তর ছুঁতে লাগে মনের তীক্ষ্ণ ফলা
দেহে আছে শুধু মোহ, জৈবিক সুখ
আর যতোসব প্রেম প্রেম মজার খেলা।


আকাশ পৃথিবীকে দিতে চায় গভীর চুম্বন
দু'জনার ঠোঁটের ফাঁকে কতো আলোকবর্ষ দূরত্ব
চুম্বনের নেশায় ভিজে যায় ঠোঁটের বারান্দা
ভালোবাসি! তবুও পাওয়া যায়না নারীর নারীত্ব।


বিশ্বাস, ভরসা আছে অঢেল অগণন
তবুও তো পাওয়া যায়না নারীর মন
সেখানেও আছে নাকি সাধনা লুকিয়ে
লাগে ভালোবাসার পিয়াসী মরমী মন।


বিগলিত কান্নায় বিরহ মেপে যাই প্রতিদিন
আজও খুঁজে ফিরি তোমার হৃদয়ের গহীন।


চিরবিরহের এই লবণাক্ত অশ্রুজলের স্ফটিকে
একদিন গড়বোই আমি অমরায় কল্পবিতান
আশার ডানায় ভর করে থাকবো অপেক্ষায়.....
কবে হয় সেই পবিত্র ভালোবাসার অমৃত পান!!


11th September, 2018
কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র উপনগরী।