🍁
যা দেখছি, যাদের দেখছি
সবকিছু আমার এত অচেনা কেন?
অন্ধকারের ছায়ার মতো এত অস্পষ্ট
দিনের আলোয় যেন ঘোর অন্ধকারের ছায়া
চারিদিকে এত গুলির শব্দ, বোমার শব্দ
এই অচেনা শব্দগুলো বরফের মতো ঠাণ্ডা হয়ে
আমাকে চারপাশ থেকে ঘিরে ধরেছে যেন
ঠিক মৃত্যুর মতো ঠাণ্ডা, শীতল, হিম…
আজ যদি চলে যাই, এই মুহূর্তে শুধু মনে হচ্ছে
জীবন এত ছোট কেন?
এই হিংস্র চৌকাঠ পেরিয়ে তুমি যদি আসো
সেও কি তবে অলৌকিক! অবাস্তব!
এই জীবন তবে কি শূন্যতারই ম্যানিফেস্টেশন…


🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ২৮|০৬|২০২৩