🍂
ফুটপাতে রাতভোরে ঘুম ভেঙে যায়
কিশোরের, তার কাছে
প্রতিটি দিনের জন্ম এক-একটি যুদ্ধ
কাঁধে নিয়ে নিরন্তর কর্মপ্রবাহ
নিরক্ষরেখা ধরে হাঁটে...
অক্ষবলয়ে ঝলসে যায় স্বপ্নের কুসুম
প্রতিবাদের মতো পুড়ে যায় শোকের নির্জন
নিজেকে পোড়ায় নিরন্তর
পোড়া মাংসের ঘ্রাণে ক্লান্তি আর অনাহার
ফোয়ারা ছোটায়
নিজেরই রক্তের, ঘামের
সান্ধ্যকালীন অবসর
অভুক্ত মহল্লায় নিভৃত জলপ্রপাত
ক্ষুধার এক টুকরো জমিনে দোতারা বাজে...


🍂
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ২১|০৬|২০২৩