ঐ গলিটা নিষিদ্ধ চুপচাপ
সূর্যদেবের পড়েনা পায়ের ছাপ।


কোলকাতা শহরে রাত নামে
নাগরিক জীবনের কোলাহল থামে
বুঝি বা ক্লান্ত মাঝরাতে রাজপথ
গলিতে ধর্ষিত হয় দুয়োরানির শপথ!
বহু'র অঙ্কশায়িনী কষে টাকার পরিমাপ
টাকার অঙ্কে শরীর কুড়োয় তাপ!


গলির গল্প বড়ো একঘেয়ে,... একপেশে
জীবন-সায়াহ্ণে আজ অবসাদ এসে মেশে।
আকাঙ্ক্ষা-রা মনের কোণে থেকে গেছে জমা
নীরব যন্ত্রণায় তারা কাঁদে, করে না ক্ষমা।


গলিপথ জুড়ে কিছু ছায়াপথ আজও বাঁচে...
কান পেতে শোনো - গলিরও গল্প আছে!!


20th November, 2018
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।