🍂
পরিবর্তনের অনেককিছুই তো দেখলাম—
ধুরন্ধর চটিপরা পায়ের বল নাচানো সার্কাস
চটুল চতুরতায় মেলা খেলা উৎসব, আর
দিনের পর দিন মিথ্যে ভাষণের তেতো নির্যাস
সুরসুরিয়ে বেরিয়ে আসে গাধার সামনে মূলো
দান অনুদান, ছাতা জুতা, কত খয়রাতি ভাতা
শাসক শোষকেরা জানে তাদের হাতেই ক্ষমতা
তাদের হাতেই পুলিশ, তাদের হাতেই বন্দুক
তাই, রাত্রির দিগন্ত জুড়ে নেমে আসে তখন
শাসকের নিষ্ঠুর বর্বরতা আর নৃশংসতা!
যেসব চোখে জমাট বেঁধে আছে স্বপ্ন আশা
ঠিকরে বেরিয়ে আসে প্রতিবাদের আগুন,
সেই চোখগুলোই ওরা উপড়ে ফেলতে চায়।


বিকেলের হলুদ আলোয় হলুদ হয়ে আসে প্রস্রাব
গগনচুম্বি ইমারতের নিচে ত্রিফলার আলোয়
অনশনের নিঃশব্দ আর্তির ভিতর দিয়ে
যাদের স্বপ্নগুলো তুলে ধরছিল এক-একটা
উপেক্ষা আর দীর্ঘ বঞ্চনার প্রতিবাদ,
নীল-সাদা দেওয়াল ফুঁড়ে বেরিয়ে আসে লাল রং
ডানা ঝাপ্টায় কবেকার সেই ছেঁড়া পোস্টার..
নাগরিক সমাজ যখন রাজনীতির কালো হাতে
মিলিয়েছে সমঝোতার হাত, মাথা করেছে হেঁট;
নগরীর রাজপথে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া
সেই মেয়েটার মুষ্টিবদ্ধ প্রতিবাদী হাতে তখন
আগামী ভোরের লাল সূর্যের গ্রেনেড!


🍂
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ২২|১০|২০২২