🍁
লোভ আর ভয়—
আমার মধ্যে বিপরীত ক্রিয়া করে
চোখের লোভ, এদিকে মনের ভিতর ভয়..
দ্বিধাগ্রস্ত হই
এক পা এগোই তো, দু-পা পেছোই
কুরে কুরে খায় যন্ত্রণা
কাকেই বা শোনাই আমার এই মর্মবেদনা?


আড়চোখে বাণ হানে রমণী, নীলনয়না
আর, সাগরের অথৈ নীল জলের মূর্ছনা
বিপদের হাতছানি— সে যে ঘোর ছলনা
বাতাসে ভাসে কুয়াশার ধোঁয়াশা
আকাশের নীলে মেঘ ওই সর্বনাশা
বাজারে গেলে ভুল হয়ে যায় গণনা
গিন্নীর মুখঝামটা, রোজ গঞ্জনা ব্যঞ্জনা
জীবনভর করে গেলাম শুধু আশা’র চাষ
স্বপ্নের ঘোর আর কাটে না—
পেলাম শুধুই ঘোড়ার ডিম, নাকি অশ্বডিম্ব;
তা— দিয়ে দিয়ে ডিম, —ছানা আর ফুটে না!


🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ০৬|০৫|২০২৩