হার মানতে শিখিনি তাই
লড়াই লড়ে যাই
মনেতে যা উচিত ভাবি
তাহাই লিখে যাই।


আজ চারপাশে দেখি শুধু
লোভের হাতছানি
স্বার্থের লোভে আমি
মাথা বিকিয়ে দিইনি।


করি অন্যায়ের প্রতিবাদ
আসুক যতো প্রতিঘাত
ভেসে যেতে পারিনা তাই
স্রোতের বিপরীতে দাঁড়াই।


সত্য, ন্যায় যাহা তাই
নির্ভয়ে লিখে যাই
হার মানতে শিখিনি তাই
মাথা উঁচু করে দাঁড়াই।


জানি কলম যে ভাই
তরবারির চেয়েও ক্ষুরধার
শিরদাঁড়াটা সোজা রেখে তাই
প্রাণপণে লিখে যাই।


তুমি যে চিরসঙ্গী আমার
সংগ্রামী হাতিয়ার
তোমার জন্য রক্ত ঝরাই
'হার না মানা' কবিতা আমার।।


28th July, 2018
কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র উপনগরী।