🍁
যদি পার ফিরে দেখ জীবনের কোণে
কত যে ছবি আঁকে সেই পুরনো উঠোন
যদি দেখ মরা মাছি নিয়ে যায় পিঁপড়ের দল
যদি দেখ ঝরা ফুল পড়ে আছে মাটিতে বিছিয়ে
যদি শোন কানে বাজে হারমোনিয়ামের
সা রে গা মা পা—
হে শ্রবণ, সে যে রাঙা পিসির ব্যর্থ প্রেমের সুর…
স্মৃতির রাজ্যে কত যে ছবি আঁকে অন্তরলোক
আকুল আঁধারে নিখুঁত বাঁধনে ফুটে ওঠে একদিন
পুনর্জন্মলোভী প্রভাতমর্মরে চেতনা-ফাগুনে!


🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ১৩|০৮|২০২৩