যদি আমি একটি কলম হতাম...
তবে ফিরে যেতাম সৃষ্টি, সভ্যতার আদিতে -
যখন আমি একদিন মুছেছি সভ্যতার মূর্খতা
আমিই লিখেছি কতো প্রেমিকের সখ্যতা।
আমিই পাঠিয়েছিলাম পৃথিবীর আদিমতম চিঠি
আমার কালিতেই হয়েছে কতো বিনিময়, সম্প্রীতি।
আমি ছিলাম সচেতন ছাত্র-শ্রমিক মিছিলের স্রোতে
কতো বিদ্রোহ-বিপ্লব, চেতনার সুর...
গদ্যে, কবিতায়, সঙ্গীতে,... গণসঙ্গীতে।
আমার জন্যে আজ আমজনতা কবি
আমার জোরেই পেয়েছো বিশ্বকবি রবি।
আমার হৃদয়ের কালি যুগে যুগে শুষে নিয়েছে...
জীর্ণতা, যতো পাপতাপ, দুঃখ-বেদনা, অভিশাপ
অপ্রকাশিত কবিতায় ব্যর্থ কবি'র কতোশত অনুতাপ!


কালের স্রোতে এলো কম্পিউটার,... কী-বোর্ড,...
কলম এখন ব্রাত্য
আমি আজ অতিরিক্ত!
আমার হৃদয়ের কালি আজ জমাট বাঁধা রক্ত
আমার অনশ্বর দুঃখ-বেদনা, অভিমান যতো
থেকে যায় অনুচ্চারিত,... অব্যক্ত!!


4th February, 2019
College Street, Kolkata.