লুকিয়ে থাকার মধ্যে কিছু বিস্ময় লুকিয়ে থাকে,
জাগিয়ে রাখে নিরন্তর কিছু কৌতুহল!
হয়তো ব্যক্ত আনন্দের চেয়ে অব্যক্ত বেদনাই বেশি,
যেভাবে বিষণ্ণ অব্যক্ত কিছু সময়
আমাদের স্তব্ধ কোষের মাঝে শুয়ে থাকে।
যেভাবে ঝড়ে বিধ্বস্ত পাখি, ডানায় ধরে রাখে জল
ভেঙে পড়া গাছ ছড়িয়ে দেয় তার শিকড়
মাটির গভীর অন্তরালে, অসীম অন্ধকারে।
অব্যক্ত বেদনার এই অনুরণন
কতখানি যে গভীর তার অভিব্যক্তি
কতখানি তার ব্যাপ্তি, কী তার গোপন বিস্তার..
শুধু নীরবতা ভেদ করে দাঁড়িয়ে থাকে একা!
এভাবেই, এই জগৎ সংসারে—
কতকিছুর কতকিছুই যে ব্যক্ত করার আছে
অন্ধকার নেমে আসা দিগন্তপ্রান্তরে,
নির্জন পথের বাঁকে, অব্যক্ত অজানার গভীরে..
কে তার খবর রাখে!