পৌষের হিমেল রাতে ঈষৎ তুষারপাত
হাতে পেয়ালার উষ্ণতা…
শৈত্যেরও এক উষ্ণতা থাকে একান্ত গোপনে
বুড়ো বিকেলের মিচকে হাসি ঝরাচ্ছে ফসফরাস
দু-একটা ভিন্নমুদ্রা ভাসিয়ে তোলে রাগ-অনুরাগ
গুটিকাটা মথ মৃদঙ্গ জুড়ে জুড়ে শিঙার স্বর তীক্ষ্ণ করে
অগোছালো অন্তর্জীবনে শিরশিরে কাঁপন লাগে
একটা তরঙ্গ ছন্দ তাল
মন্দাক্রান্তায় বিলম্বিত লয়ে হাঁটে
অচানক পিউকাঁহা ডেকে ওঠে পিউদের কাহারবায়
সরাঢাকা যৌনতায় ভিজে ওঠে গৃহপালিত শুকনো আসবাব…


টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ১৪|০১|২০২৩