গণতন্ত্রের মহান সর্বজনীন উৎসব
নির্বাচনী উৎসব,... ভোট উৎসব।
নেতা-নেত্রী'র প্রাক-নির্বাচনী ভাষণ
মিথ্যে প্রতিশ্রুতির ফুলঝুরি বর্ষণ!
প্রশাসনের শান্তির বাণী বিতরণ --
"ধন্য আশা কুহকিনী...."
আশায় বুক বাঁধে নাগরিক মন!
বাংলার নির্বাচনে রচিত হলো ইতিহাস
হিংসার নারকীয় তাণ্ডব!
ভোট কর্মী খুন, মৃত্যু-মিছিল, রক্তাক্ত সন্ত্রাস!
চরম নিরাপত্তাহীনতা!.. ব্যর্থ কমিশন, ব্যর্থ প্রশাসন
রক্তাক্ত,... কন্ঠরুদ্ধ গণতন্ত্র!... নির্বাচন শুধু প্রহসন!
রক্তস্নাত, হিংসা-বিদ্ধস্ত পশ্চিমবঙ্গবাসীর বিশ্বাস
বাংলার ঐতিহ্যের দিকে তাকিয়ে ফেলছে দীর্ঘশ্বাস!


খুলে দেখি যদি রবীন্দ্রনাথের 'বিসর্জন'-এর পাতা
কষ্ট করে পড়ি যদি রাজা গোবিন্দমাণিক্যের কথা,
"রাজ্যে শুধু সিংহাসন আছে - গৃহস্হের ঘর নেই,
ভাই নেই, ভ্রাতৃবন্ধন নেই হেথা!"
সেই রাজাই বলছেন, 'রাজর্ষী' উপন্যাসে,
"হৃদয় যাহার কঠিন হইয়া গিয়াছে,
দেবতার কথা সে শুনিতে পায় না।"