জীবন মাঝি সারাদিন ধরে নৌকা বায় -
ক্লান্ত, অবসন্ন হয়ে যায়... রাত হয়ে যায়...
তবুও জীবন মাঝি দাঁড় বেয়ে যায়
গ্রাম শহর ছাড়িয়ে বনানী পেরিয়ে দিগন্তের ওপারে।
শুধু জল আর নৌকা, ... আর আকাশের তারাপুঞ্জ
ছলাৎ ছল শব্দ তুলে জীবন তরী বয়ে যায়
সীমাহীন অনন্তের পথে... অন্ধকারে...!
পেছনে পড়ে থাকে আলোকিত দিবসের  
গৌরবময় স্মৃতিমুখর সোনালী অতীত!
জীবন ছিলো বিন্যস্ত... বিভাজিত, বিভক্ত -
কতো ভাগে, কতো অংশে, আকারে-প্রকারে,
বিরোধে-প্রতিরোধে, গোলে-শোরগোলে।
এখন রাত্রির অন্ধকারে জীবন মাঝি ভেসে যায়
উদ্দেশ্যহীন, ... ঠিকানাবিহীন পথে -
অতীতের সব দাগ, সব চিহ্ন মুছে দিয়ে।
জীবনের কতো কিছু আলোকোজ্জ্বল মুহূর্ত -
জয়, প্রসংশা, পুরস্কার, খেতাব, উপাধি, ...
আরও, ... আরও কতো কিছু!
অতীতের সব কিছু ছেড়ে দিয়ে...
জীবন-মরণ এর বিভাজন রেখা মুছে দিয়ে
জীবন মাঝি ভেসে যায় ঠিকানাবিহীন গন্তব্যে -
জলস্রোতে... তারাস্রোতে মিশে...!
জীবন মাঝি কোথায় যায়! ...
হয়তোবা, জীবনের ওপারে... মরণের পারে...
দুর্জ্ঞেয় রহস্যাবৃত আবহমান শূন্যতায়, কালচক্রে...
জীবন, জন্ম-জন্মান্তর মিশে যায়!!