ভালোবাসি একটা আবির রাঙানো সকাল
জানালার পাশে পাখিদের গুঞ্জন কোলাহল
ভালোবাসি গঙ্গার বুকে জোয়ারের হিল্লোল
ছোট-বড় ছলাৎছল ঢেউয়ে হঠাৎ বেখেয়াল
উদ্দাম ঝড়ে নৌকার সাথে মন বেসামাল।
ভালোবাসি বসন্তের মৃদুমন্দ স্নিগ্ধ বাতাস
হাজার রঙের ভিড়ে লাল কৃষ্ণচূড়া পলাশ
তোমাকে একটা বিকেল দেবো, কাজল আঁখি
মনের মতো করে সাজিয়ে নিও গাছ ফুল পাখি
ডাহুক বক বুনোহাঁস, এক পশলা বৃষ্টি বিলাস!
ধূলিমাখা তানপুরার তারে সুখ-স্মৃতির ঝাঁপি
রাতজাগা ডায়েরিতে রঙচটা প্রেমের স্বরলিপি
রূপসী রহস্যময়ী রানি হয়ে আসুক হেমন্তকাল
শিউলি ভোরে পৌষের চিঠি, কুয়াশার ইন্দ্রজাল
ধুলোবালি থিতিয়ে পড়া মোহময় উদাস বাতাসে
কবেকার হারিয়ে যাওয়া ছবি, সেই মুখ ভাসে..
ভালোবাসি, —আমি ভীষণ ভালোবাসি
তাই জেগে থাকি মায়াময় স্বপ্নের চারপাশে
সেই হারানো সুর আবার যদি ফিরে আসে,
মৌনসন্ধিতে শুধু ছবি আঁকি হৃদয়ের ক্যানভাসে!