পৃথিবীর মায়ায় ঝুলে থাকে,
অপার্থিব সন্ধ্যার ছায়াঘন
এক শীতল অতিন্দ্রীয় নৈঃশব্দ্য!
তোমার স্মৃতির বাইরে বেরিয়ে গিয়েও
ফিরে আসি বারবার..
বহু বছর পরে দেখি, তোমার স্মৃতিসৌধ
ঢেকে গেছে সবুজ শ্যাওলা, আগাছায়
ভুলে গেছি কবে,.. প্রদীপ জ্বালার কথা!
আজ, মা এসে কেন বলে না,
"খুকি, এত ভুলে যাস কেন?"
গোধূলির ম্লান আলোয়
স্মৃতিসৌধের বিষণ্ণ মিনার থেকে
সশব্দে ডানা ঝাপ্টে উড়ে যায় পাখি টা..


টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ০২|০২|২০২২