আজ সকালে,
একলা ঘরে বসেছিলাম
বোবা টেলিফোনের পাশে
তোমার টেলিফোনের মিথ্যে আশে
কেবল স্মৃতির উপকরণগুলো
অবিরাম ভিড় করে আসে!
জীবন-চাকার প্যাডেল ঘুরিয়েই চলেছি
কতোটা পথ প্রেমের এপিসোড পেরিয়ে
আজ পাতা-ঝরা সকালে,
অনেক দুঃখ-অভিমানে স্বপ্নের পোশাক খুলেছি!


দুঃস্বপ্নের রাতে ঘুম ভেঙে যায়
স্বপ্ন ভেঙে যায়, মন ভেঙে যায় ...
আর, মন ভেঙে গেলে,
নিখাদ নির্জনতা প্রাণের দোসর হয়!


আজ এই সকালে,
সারা শরীরময় ঘুমন্ত অস্তিত্ব নিয়ে
বেদনার পোড়া স্মৃতি ...
আর, আকাঙ্খার ঘ্রাণ অবলীলায় সরিয়ে
অন্তর্দৃষ্টিতে চেয়ে দেখি,
ডুবে যাই নির্জনতার গভীরে, ...
শূন্যতার দিক চিহ্নহীন অনন্ত আঁধারে ...!


9th September, 2019
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।