ঘুমের দরজায় পাহারা দিতে ভোর হয়ে যায়
শিউলি ভোরে আকাশ দেখি চোখের পাতায়
কাশফুল, পেঁজা তুলো মেঘ মাতৃমুখ ভাসে
ঘরকন্যার মাঝে চায়ের টেবিলে ভোরের কাগজ
পুজোর বিজ্ঞাপনে টিভি, ফ্রিজ, শাড়ি-সাজগোজ
মা আসছে, তাই বাতাসে বাজে আনন্দলহরী
শরৎ আকাশের হিরণ্যগর্ভে মহাজাগতিক আনন্দ
অফুরন্ত সম্ভাবনায় ফোটে একশো আট নীলপদ্ম
ঘুমের ভিতরে স্বপ্ন, স্বপ্নের ভিতরে সংকেত
এ যেন আশা-প্রত্যাশার ছোঁয়াচে প্রাদুর্ভাব
মন্ডপে মন্ডপে অবিরল জনস্রোত হেঁটে যেতে দেখি..
আশার আলোয় জাগে ঈশ্বর, ভেসে ওঠে মাতৃমুখ!