🍁
পেটের ভিতর ঝিনুকের মুক্তা
তস্কর এসে নিয়ে চলে গেছে কবে
বোধ নেই, বোধি নেই ওদের
আমিও সহজ অতি
ঢেউয়ের তালে ছন্দ মেলাই
জল ছুঁয়ে যায় জীবনের সমুদ্র সফেন
সফেদ রঙের ভিতর গর্ভ কেমন পেলব
কী এক উচাটনে ঝিকিয়ে ওঠে শরীর
নবম মাসের রিস্ক ফ্যাক্টর গুনি
রক্ত-মাংস ছিঁড়ে ঝাঁকিয়ে ওঠে নীরবতা
প্রসবের সুখ ও অসুখ পেরিয়ে
আমি এখন ‘মাদার অফ পার্ল’
মাতৃত্ব কখনও কলুষিত হয় না…


🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ১৪|০৮|২০২৩