আঁচল উড়িয়ে আজও কি দাও কোনও বার্তা?
ভীষণ ইচ্ছে হয়, —করি একটু কুশল আলাপ
খুঁজে নিই অতীত, করে নিই উষ্ণতার অবগাহন!
উড়ে আসে সেইসব পাখি সেই সাধের গাছে
ফিরে আসে হারিয়ে যাওয়া নিঝুম রোদেলা দুপুর
শান্ত বিকেলে তার দীর্ঘ ছায়া নামে
একদা দীর্ঘ বিচ্ছেদের গায়ে লেপ্টে থাকা চিরকুটে
আজো আছে লেখা অপটু হাতের
আমাদের বিনিময়ের কবিতার ক'লাইন।
স্নিগ্ধ বাতাসে চুপকথারা ভেসে আসে
সোনাঝুরি স্মৃতি নিয়ে ওরা ফিরে ফিরে আসে
অভিমানী বাতাসিয়া মন রেখে যায় তার গোপন
অপূর্ণতার পাশে,
নিঃসঙ্গ নির্জন কিছু উচ্চারণ, আর..
আমাদের সেদিনের সেই অস্ফুট কবিতাযাপন!