কোথাও যেতে ইচ্ছে করে না,
তবু যেতে হয়---
ঈশান কোণের ঘনঘটা মেঘে তারই সংকেত!
লুকোনো বেদনা, আমার অহং..
সবটুকু নিয়ে আমাকে চলে যেতে হবে।
গাঢ়তম আলিঙ্গনে,
হৃদয়ের নিবিড় কোলাহলটুকু পরম জেনে,
আগামীর খাতায় রোপণ করি কবিতার শব্দবীজ..
এই অরণ্যখচিত মায়ায় শিকড়ের পাদদেশ
মর্মমূলে গেঁথে রাখে শোক, গভীর বিষাদ!
শোকের নদীর এই বিলাপিত ক্ষয়ের পাশে
শরীর ফেলে যায় তার দেহের যত লাবণ্য, সুষমা..


চলে যেতেই হবে---
অভিমানে ঢেকে যায় সব মুখচ্ছবি।
শুধু, শেষদেখা হল না প্রিয় মুখের সাথে,
দেখা হল না কত সফলতা, আর
আমার উৎপন্ন শস্যের নিজস্ব কারুকাজ!


                ***   ***   ***