🇮🇳
আজ স্বাধীনতার ভোরের সূর্যোদয়
জটিল কুটিল মেঘে করেছে গ্রাস
যদিও অহর্ণিশ অন্ধকারে করি বাস
অন্ধকারেই পড়ে রোজ শ্বাস-প্রশ্বাস
রাতদিন দেখি শুধু সমূহ বিণাশ
দুর্নীতির মারী ও মড়ক লেগেছে আজ
ভারতের চরাচরে
ছড়িয়ে যাচ্ছে ছত্রাকের মতো থরে থরে।


স্বাধীনতার ভোরে ঘুমিয়ে কেন জনগণ?
ঘোর বিদ্রোহের সময় এখন
পথে ঘাটে ধড়িবাজ, ফন্দিবাজ, নাচে দুর্যোধন
জাগো, জাগো তো এইবার জনতা জনার্দন
করো ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য মহারণ
অন্যায়ের কন্ঠ চেপে, করো তার গ্রন্থি-উন্মোচন
পরিণামে দেশ হবে ন্যায়রাজ্য এক
ফুটবে গোলাপ, আসবে দিন সোনালি
তবেই হবে স্বাধীনতার পায়ে শ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি!


🇮🇳
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ১৫ই আগস্ট, ২০২৩