আকাশে বাতাসে বাজে বেদনার সরোদ
বিষাদ যন্ত্রণার প্রতিটি প্রহর গুনে গুনে
আমাদের প্রাত্যহিক দিনযাপন।
বিক্ষুব্ধ, সন্ত্রাস বিধ্বস্ত এই পৃথিবী
ক্ষমতার অলিন্দে চলে দড়ি টানাটানি
প্রতিনিয়ত অজানা যুদ্ধের মুখোমুখি আমরা
জীবনের সব রঙ মুছে গেছে রাত্রির অন্ধকারে
স্তব্ধ হয়ে গেছে জীবনের কলতান
চারিদিকে শুধু নির্বাক নিস্পন্দ স্থিতিশীলতা!
গাছের শীর্ণ ডালে পাতার ফাঁকে—
তবু ওঠে চাঁদ, আসে জ্যোৎস্নার ফিকে আলো
দুঃখও আজ তাই দ্যুতিময়
রুগ্ন বিছানার পাশে আমার কবিতার খাতা!