হঠাৎ করে দেখা হয়ে যায় তার সাথে
অনেকদিন পর,
বিচ্ছেদ পেরিয়ে অনেক টা দূরের আলপথে।
চারপাশে নৈঃশব্দ্যের অনিঃশেষ আল্পনা
লাল বেনারসির হলুদ-মাখা গন্ধ ভেসে আসে
কী এক আশ্চর্য অনুভূতি জাগে
বিদ্যুৎ শিহরণ খেলে যায় শরীর ও মনে
পূর্ণতা না-পাওয়া ভালোবাসা আবর্তিত হয়
অতীতের চেনা, অতি প্রিয় মানুষটি কে ঘিরে
আজ, দুটি মানুষের, নাকি দুটি হৃদয়ের পুনর্মিলন?
চোখ ঠিক খুঁজে নেয় বুকের গহীন, নিঃশব্দ নির্জন
হাওয়ার গভীরে মিলিয়ে যায় নিঃশ্বাস
শব্দহীন কিছুক্ষণ..
পূর্ণ বিচ্ছেদ নিয়ে হারিয়ে যাওয়া দ্বিখন্ডিত ভালোবাসা
ফিরে পায় দুটি মনের একান্ত আপন আলাপন
ভীষণ জ্বর আসে গায়ে
অপ্রত্যাশিত সান্নিধ্যের এই গনগনে আঁচে!
প্রশ্ন জাগে মনে,
এত বছরের পরেও, তবু
ভালোবাসা কি এমনই ছোঁয়াচে?
ভালোবাসার শিকড় ছিঁড়ে গেছে কবে
তাই, শোষণ ভুলেছি কতকাল...
ওষ্ঠাগত প্ৰাণ আজ তৃষ্ণার্ত ভীষণ
অন্তরে অনুভবে এক দুর্বার আকর্ষণ!
শিকড়হীন উদ্ভিদ, নিবিড় স্পর্শে তবু-
শুষে নিতে পারেনি,
ভালোবাসার মাটি থেকে জল, খনিজ লবণ,..ইত্যাদি!