🍁
বাংলার লৌকিক দুয়ারে আবার পরব
ভোট সন্ন্যাসীরা হেঁটে চলেছে ছোট ছোট দলে
যেন চৈত্র সংক্রান্তির গাজন উৎসব
শূন্য ব্যালট-কলস বুঝে নিয়ে উড়ে যাবে তারা
মানুষের আশা নিরাশার তীব্র দোলাচলে
চেতনার সম্মতি দানে ফুটে উঠবে কি প্রান্তিক স্বর?
নানাবিধ জল্পনা, মস্ত আয়োজন তার।
ব্যোম গণতন্ত্র! ব্যোম!
সারিবদ্ধ অপেক্ষারত সাজানো রথ
নির্বাক থামের মতো দণ্ডায়মান কত শত ধর্মসেনা
ঢাল নেই তরোয়াল নেই, যেন নিধিরাম সর্দার
তবু ঠিক রাখা আছে কালনাগিনী প্রবেশের পথ।


আদিগন্ত বারুদগন্ধ চরাচরে শুয়ে আছে মস্ত ময়াল
—”মাস্টারমশাই, আপনি কিন্তু কিছুই দেখেন নি!”…
শিরে সংক্রান্তি, কাঁপে সন্ন্যাসীদল, কাঁপে মেদিনী
চেতনা, চৈতন্যবাদ, নীতিজ্ঞান বিসর্জন দিয়েছে সব
চোখ কান মুখ বন্ধ;… হে ধরণী, এবার দ্বিধা হও!


🍁
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ০৮|০৭|২০২৩