সারাদিন অরণ্য দাপিয়ে ঘেঁটেঘুটে
সংগ্রহে সামান্য কিছু ডালপালা, আর
ব্যক্তিগত কিছু শিকারহীন আক্রোশ..
জ্যোৎস্নামাখা রাতের পোশাকে প্যাঁচার
আত্মগোপনের নিশাচর গল্পের সাথে
কল্পনার ইমেজারি কবিতা মনের ভিতর
একটা তরঙ্গ খেলিয়ে দেয়-
আন্দোলিত হয় প্রশস্তির উচ্চারণ
তখন বালিশ পুড়িয়ে দগ্ধ শরীর জুড়ে
বেঁচে থাকার জ্বলনের ব্যস্ত বিন্যাসে
না হয় একটু বৃষ্টি ঝরুক..


টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ০২/০১/২০২৩