এখনো তো..
পূবের আকাশে সূর্য ওঠে
দিগন্ত জুড়ে আবির লাল।


সোনা রোদ মেখে কিশোরীর গাল
হয়না আর আবির গুলাল!


এখনো তো...
বৈশাখের মুকুল গন্ধ ভোরে
মাটিতে বিছিয়ে বকুল ঝরে।


কোনো পেলব হাত নেয়না কুড়িয়ে
অতি যতনে অঞ্জলি ভরে!


এখনো তো...
শরতের শিশির ভেজা সকালে
ভরে থাকে শিউলির ডাল।


খোঁজ নিয়ে যায়না আর
মৌমাছিদের দল কতোকাল!


এখনো তো...
নদীতে জোয়ার-ভাটা হয়
মরা নদী জেগে ওঠে আবার।


ভাটিয়ালি গান গেয়ে মাঝি
নৌকা বেয়ে ঘরে ফেরেনা আর!


এখনো তো...
অন্ধকার রাত শেষ হয়
পাখির কলকাকলিতে ভোর হয় আবার।


প্রভাতী গান শোনাতে তার
কোনো বোষ্টমী এলেও আর
যুব সমাজ ঘুমিয়ে থাকে আজ
অলসতার ঘুম ভাঙ্গেনা তার ...!


এখনো তো...
প্রাকৃতিক নিয়মের হয়না ব্যতিক্রম
ঘটেনা তার কোনো বিচ্যুতি।


হারিয়ে যাচ্ছে শুধু মানুষের বিবেক বুদ্ধি
মূল্যবোধ আর মানবিক সব সূক্ষ্ম অনুভূতি!!


13th July, 2018
রবীন্দ্র আবাসন, কোলকাতা।