🍂
শূন্যতা ফুঁড়ে বেরিয়ে আসে ভোরের আলো
দীর্ঘায়িত হয় দিন আর বেঁচে থাকার লড়াই
এঁটো বাসন শেষ কবে ধুয়েছি, মনে নেই..
এখানে মাঠে কৃষক নেই—
কবে যেন সব বড় রাস্তায় উঠে গেছে
ওরা সবাই আজ দাবি আদায়ের গণ-আন্দোলনে
দীর্ঘ মিছিলে হেঁটে হেঁটে ক্লান্ত ভাঙাচোরা মুখ
তবু, রাষ্ট্রযন্ত্র এখানে নিঝুম রাতের মতো মূক!


কাকের ঠোঁটে পচা মাংসের টুকরো
মাছরাঙার লম্বা চঞ্চুতে কবেকার আঁশটে গন্ধ
গৃহস্থের হাঁস-মুরগি চুরি যাচ্ছে রোজ
শৃগালের দাঁতে রক্ত লেগে আছে
শিকার ছোঁ-মারার প্রাক-মুহূর্তে
আকাশের বুকে বৃত্ত আঁকছে একটা চিল;
তবু, গণতন্ত্রের কথা ভেবে ভোট-কেন্দ্রের দিকে
এখন লাল-কালো পিঁপড়েদের লম্বা সারি..
এখানে সিনেমার মতো বদলে যায় গল্পের চরিত্র!


🍂
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ১৫|১০|২০২২