মানুষ ছুঁয়েছে অসীম আকাশ
পাড়ি দেয় মহাকাশ...
ভুলেছে মাটি জল বাতাস।


খুঁজে দেখেনি কৃষ্ণচূড়ার রঙ
বসন্তের কচি কিশলয়...
শিশির ভেজা শিউলি পলাশ।


ভুলে গেছে, প্রাণ কতো সুন্দর
পৃথিবী কতো মায়াময়...
বাকি আছে জীবনের কতো অভিলাষ।


বিজ্ঞান,... সভ্যতার ক্রমবিকাশ...
ক্ষমতা কায়েমের আগ্রাসন...
পারমাণবিক মদমত্ততার বিষ-নিঃশ্বাস।


পৃথিবীর মহার্ঘ বাতাবরণের নাভিশ্বাস
দূষিত মাটি জল বাতাস...
উত্থান মারণ 'করোনা' ভাইরাস।


বিশ্ব জুড়ে মৃত্যু মিছিল,... গলিত লাশ
অসহায় প্রাণের আর্তনাদ...
নীরব সাক্ষী হয়ে জেগে থাকে ইতিহাস!


29th April, 2020
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।