ফেব্রুয়ারি মাস—
কিভাবে যেন হয়ে গেছে ফেমাস..
ভাষার মাস, বিপ্লবের মাস, প্রেমের মাস
প্রাক বসন্তের মাঠে ঘাটে মৃদুমন্দ বাতাস
গাছের ডালে ডালে কৃষ্ণচূড়া পলাশ
কেউ প্রেমাস্পদের চোখে দেখে সর্বনাশ
কত প্রেমের ভাষা থেকে গেছে অনুচ্চারিত
হয় তো একেবারে অঙ্কুরেই হয়েছে বিনাশ..
তবুও কত হলুদ পাঞ্জাবি, কত বাসন্তী শাড়ি
গেয়ে ওঠে স্টেজে—
“আমার পরাণ যাহা চায় তুমি তাই, তুমি তাই গো”..
একটুখানি কি দিতে আভাস?
নয় সে তো মিথ্যাভাষণ, নয় তো বিলাস!
হৃদয়ের অন্দরমহলে দুরুদুরু
মন আনচান, ঘনঘন শ্বাস…
বিষয়টি কিন্তু, খুবই সিরিয়াস..!


টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ২৬|০১|২০২৩