🍂
সবুজ ঝোপঝাড় থেকে বেরিয়ে আসে বুনো গন্ধ। হাত-পা, শরীর জড়িয়ে ধরে আছে গুল্মলতার মতো। তোমার ভিতরে ঢুকে বুঝতে পারি, শয়তান আসলে আমাদেরই লোক। স্যাবোটাজ করে। সেম-সাইড গোল খেয়ে মিসগাইড করে। শ্যাওলার আস্তরণে ঢাকা থাকে আসল আবরণ। পাখি ও পোকামাকড় উল্টে পাল্টে দেখে। দুটোকেই খায়। শয়তানরা সর্বভুক। ওরা গ্রাম-গ্রামান্তর থেকে ঘুরে ফিরে আসে ভেজা ভেজা কাকচক্ষু পথে। কখনো সে হীরামন পাখি, কখনো বা বায়স!


🍂
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল > ১০|১১|২০২৩