🍁
আমাদের বুকের তৃষ্ণাগুলো
ফিনিক্সের নীল ডানায় স্বপ্ন খোঁজে
ঠিকানায় গিয়ে বারবার সন্ধ্যা নামে
পথ হারায়, চেনাবার কেউ নেই
অবারিত নিদারুণ আর্তিগুলো
শুধু কি আত্মকথন হয়ে থেকে যাবে?
অবাধ্য জীবন নিয়ে অস্থির সময়ে
মনযমুনার তীরে মাটি ও পাথর সরিয়ে
খনিজ খুঁজি, শেকড় খুঁজি, খুঁজেই চলেছি
তবু অচেনা সেই জলের খোঁজে কেটে যায়
আজন্মকাল..


🍁
টালিগঞ্জ, কোলকাতা।
১৭|০৭|২০২৩