তোমায় ছোঁয়ার অজুহাতে,
আমি চাই বৃষ্টির ফোঁটা হতে
হঠাৎ এসে শ্রাবণ বরষায়
ভিজিয়ে দেবো অবলীলায়!


তোমায় ছোঁয়ার অজুহাতে,
আমি চাই বাতাস হতে
থাকবো তোমার অন্তর্দেশে
তোমার নিঃশাসে প্রশ্বাসে!


তোমায় ছোঁয়ার অজুহাতে,
চাই যে তোমার শাড়ি হতে
জড়িয়ে থাকবো চারপাশে
আবেশে বিলাসে ভালোবেসে!


তোমায় ছোঁয়ার অজুহাতে,
চাই যে চায়ের কাপ হতে
ছুঁয়ে থাকবো তোমার ঠোঁটে
পরম উষ্ণতার মৌতাতে!


তোমায় ছোঁয়ার অজুহাতে,
চাই যে তোমার মন হতে
তোমার হৃদয়ে থেকে সর্বক্ষণ
ইচ্ছেগুলো করবো অনুশাসন!


তোমায় ছোঁয়ার অজুহাতে,
তখন লাগবেনা কারণ তাতে
যখন একাকার হবে দুটি মন
গাইবো জীবনের গান অনুক্ষণ!


6th November, 2019
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।