(প্রয়াণ দিবসে কবিগুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি ...)


তুমি কি রবে নীরবে,
তোমার রচিত গানে, কবিতার বৈভবে?
আজ এই ঘন মেঘে দুর্যোগে শ্রাবণের দিনে
রবে নীরবে,.. দেবেনা সাড়া বিরহের বীণে
দুঃসময়ে আমাদের একান্ত আকুল আবেদনে?
যখন ভারত অশান্ত, কাশ্মীর সুনসান ...
সেনার টহলদারি, হাতে বন্দুক স্টেনগান
তখন কি আসবেনা রবি, রাঙিয়ে পূর্ব-গগন
যখন এই মাহেন্দ্রক্ষণে বড়ো বেশি প্রয়োজন?


" বিধির বাঁধন কেটে, আনন্দধ্বনি জাগিয়ে তুলে
আসবেনা ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে?
এখনো রবে নীরবে? বলবেনা? ... শুভ কর্মপথে..
এখন আর দেরি নয় ধরগো তোরা হাতে হাতে? "


২২ শে শ্রাবণ, ১৪২৬
রবীন্দ্র আবাসন, টালিগঞ্জ, কোলকাতা।