প্রেম-প্রীতি, রীতি-নীতি
কারও নেই, কারও প্রতি
জীবনের দুর্গতি, অধোগতি
কতো জীবনের হয় সমাপ্তি।


দেশ জুড়ে খেলা আর মারণ খেলা
হিংসার নারকীয় তাণ্ডব, প্রতিহিংসা
রংবাজি, তোলা বাজি, খুন আর ধর্ষণ
কতো কুমারী, নারী হয় পণ্য বেশ্যা।


আমার ছেলেরা সোনার টুকরো
মানুষ তো মারেনা মোটেই তারা
দু-একটা কেবল মোরগ, পক্ষি মারা
একটু-আধটু ফুর্তি, বনভোজন করা।


চোখ দিয়ে দেখি সব চিত্র-বিচিত্র
ভিন্ন মতে, দর্শন হয়ে যায় বিভক্ত
নীতিহীন আজ দেশের গণতন্ত্র
সবাই স্বাধীন, স্বতন্ত্র, ব্যক্তিগত।


নেই আইন, শাসন, প্রশাসন
নির্বিকার পুলিশ, সরকার
নিরাপত্তাটা যার যার
খাজনাটা কেবল সবার।


আমরা মানুষ নই, .... অন্ধ ভোটার
তাইতো, ভোট দিয়ে যাই বারবার!!


17th October, 2018
কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র উপনগরী।