রৌদ্র বিভাগের ছাত্রী ছিলাম
অথচ, উত্তাপের একটু আঁচ লাগতেই
আমি পালিয়ে এসেছি
আগুন থেকে প্রাণে বাঁচতে
যেভাবে প্রাণপণে ছুটে পালায় মানুষ
ছায়ায় দাঁড়িয়ে আছি দীর্ঘকাল
আজ সমস্ত শরীর জুড়ে বরফ-শীতলতা
উপদ্রুত মনে শিরায় শিরায় প্রত্যাশা বাড়ে
শরীরে ও মনে আজ যেন এক উত্তাপীয় ক্ষুধা
এখন তার আগ্নেয় পৌরুষের কথা ভাবি..
সেই অগ্নি-কোলাহল জীবনে অনিবার্য ছিল
কিন্তু, তার অগ্নিবীণার ঝংকার শোনা হয় নি
উত্তাপীয় স্রোতের হিল্লোলে জীবনের অখণ্ড লীলারস!