অনেক উঁচুতে গাছের সবুজ পাতারা
ঝিরিঝিরি হাওয়ায় দোল খায়
তারা ব্যস্ত ভীষণ, পরস্পর কথোপকথনে মগ্ন
ছায়াঘন নিবিড় পত্রসজ্জার আড়ালে
ঝরে যায় প্রয়োজনহীন কিছু হলুদরঙের পাতা
নীল আকাশের মহাশূন্যের নিচে
একাকী ঝরে পড়া বিষণ্ণতার মতো
এখন ধূসর ধূলিরাশির সঙ্গে তাদের সখ্যতা
যেখানে জীবনের কোনও গল্প নেই..
শুধু, —পুষে রাখা গাঢ় বিষাদের স্থির নির্জনতা!