প্রয়োজনের দেখাগুলো, ইচ্ছে করেই
সেদিন সেভাবে দেখা হয় নি, আজ
অপ্রয়োজনেও মাঝে মধ্যে দেখা হয়ে যায়
এখন রাজহাঁস নিয়মিত বসে থাকে পুকুরঘাটে
অপ্রয়োজন কবে যেন প্রয়োজনীয় হয়ে ওঠে
বৃষ্টিভেজার ভারহীন উজ্জ্বল স্মৃতিগুলো
অভিসারী আনন্দ ছড়ায়...
চৈত্রের প্রথম বৃষ্টিভেজা মাটির সোঁদা গন্ধ
এখনও ছায়া দিয়ে ঢেকে রাখে মেঘলা দুপুর
পাপড়িঝরা গোলাপবাগানের শীতঘুম ভাঙে
তখনও তার গায়ে টুপটাপ বৃষ্টির ফোঁটা...
যৌনতাবিহীন ঠোঁটে, তখন শুধু সোনালি বিষাদ!


টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ২০|১২|২০২২