প্রতিদানে শব্দ মেলে না; মেলে শুধু
ভ্রুপল্লবের অঙ্গীকার।


প্রায়ি; তোমারও কি আমার মতন অঙ্কে ভুল হয়?
বাবর থেকে হুমায়ূন। সাম্রাজ্য বিস্তার।
সব হারিয়ে যায় জানালার গারদে?


রোজ তো মোটে, এক দুবার।
জানালার ফাঁক দিয়ে ছিটকে আসা আলোর মতন
ক্ষণস্থায়ী।
এই টুকু তে মন ভরে? তুমিই বোলো!
তুমিই বোলো কেন আমার ভালোলাগা, খারাপলাগা
সব টুকু ঐ জানালার পর্দাতে আটকে।


স্কুল ফিরতে যে বাড়িটা আমার জন্য রোজ অপেক্ষা করে
তার সামনে আমি রোজ কবিতা খুঁজি। কবিতা আসে।
মেঘে ভাসিয়ে দেই, খোলা চিঠি তে ...  শব্দেরা ঝরে পরে
কৃষ্ণচূড়া ফুলের রোদ্দুর সম্মতি; চাউনি একটা প্রশ্ন করে


আমি বলি। ভা লো বা সা ...
অপেক্ষা এখন রূপকথা। তাই না?


প্রতিদানে শব্দ মেলে না; মেলে শুধু
ভ্রুপল্লবের অঙ্গীকার।