১) আগুন জ্বালাবার সামগ্রী


সময় ভাঙছে, ক্ষুদ্রতর বিন্দুতে মিশে যায় ফানুস
গাছও এক সময় বলে ওঠে, এবার   ছেড়ে   যাওয়া    যায়


পাথরের চুমু।
                  গা ঘেমে নেমে আসে। চলে আসে
ছায়া।


মাঝ রাতে অদল-বদল হলাম; দূরের ভুট্টা ক্ষেতে
কাকতাড়ুয়া।            কালো পাথরে হেলান দিয়ে
যে সিগারেটের গন্ধ ছুটে যায়, জুতো মোজা বয়ে
একটা পুরানো রাস্তা
                                      (দম ফেলি)
হেসে উঠে চাদের বাঁকা কথা শুনি
মাঝে মাঝে গানও শোনা যায়


শীতলতা অনুভূত না হলেও, কাঠের ধারে জমা করি
আগুন জ্বালাবার সামগ্রী।


২) পাথরের গায়ে উল্কি


বোতল বন্দি দ্বিধাদ্বন্দ্ব
একটু একটু করে           ঢেলে নিই
চুমুক লাগাই, এখন সব কিছুই
নিস্তরঙ্গ। জমাট।
পাথরের গায়ে উল্কি এঁকে গেছে
                                     আদিম মানবী।
আঙুল ঘষে ঘষে
নীল আকাশে ফ্যকাসে দাগ


                                             অমৃত।


পলায়নপ্রিয় প্রতিবিম্ব
আজ একটু দূরে দূরে থাকো
নজরবন্দি চাঁদ
এবার সমর্পিত হবে।