আমি তো দেখিনি স্বর্গ আমি তো দেখিনি নরক
আমি যে দেখেছি প্রকৃতিঘেরা মানব বিশ্বলোক,
আমি বাস করি কান্না হাসি সুখ দুঃখের ঘরে
প্রেম প্রীতি ও ভালোবাসাভরা স্বপ্নের সংসারে।


আমি তো দেখেছি বন্ধুপ্রীতি শত্রুরা খান খান
অন্ধকারে হাত বাড়িয়ে জেগে উঠেছে যে প্রাণ
ফুলের বাগানে হৃদয় নেচেছে পেয়েছি স্বর্গসুধা
ঊষর মাটিতে সুখের সোপান সবার নম্র কথা।


চাই না দেখতে রক্তে রাঙা গ্রামের সবুজ মাটি
আমি দেখি শুধু গাছ পাখি আর মানুষের হাসিটি
হৃদয়  তোমার জ্বলবে কেন প্রতিহিংসার গহনে
ভরুক সেখানে জবা ফুল আর গোলাপ চন্দনে।


আমি দেখেছি মর্তের মাটি ফলেছে শুধু সোনা
মানব প্রাণের কর্ম উল্লাস হয় শুধু আনাগোনা
নরকের দ্বার বন্ধ দেখেছি তোমার আমার প্রেমে
উঠোনে দেখেছি মানুষের ঢল শান্তির আশ্রমে।


গীতা বাইবেল ত্রিপিটক আর আজানের সুরেতে
আমি তো আমার স্বর্গ দেখেছি এই বিশ্ব ভূমিতে।