আয়ান ঘরনী আমি কূলের কূলবতী ,
চতুর নিঠুর  কালাচাঁদ কেন বাঁশীতে -
                   ডাকো দিবস রাতি ।
না থাকিতে পারি গৃহে ,মন বসেনা কাজে ,
না হেরিয়া কৃষ্ণকালা ,শেল সম বাজে  ।


রাধা চলে অভিসারে  চুপি চুপি চুপিসারে ,
পাছে কেউ দেখে ফেলে বুক দুরু দুরু করে।
চরণে নুপূর তার রুনু ঝুনু  ধ্বনি তোলে ,
না বাজো নুপূর ----রাই থমকি থমকি চলে ।
যমুনার কালো জল বহে কল কল,যথা  ,
গাগরী ভরনে চলে রাই কমল লতা ।
যমুনার জলে হেরে রাই শ্যাম কালার রূপ ,
হেরিয়া শ্যাম রূপ রাধার ভরে উঠে বুক ।
কৃষ্ণরূপ হেরে  রাধা যমুনার জলে ,
কোথা গেলে কৃষ্ণসখা দেখা দাও বলে ।
কালিয়া দমন কালে কালিদহের জলে ,
ত্রিভঙ্গ মুরারী হরি ভক্তজনে দেখা দিলে ।
নিধুবনে কৃষ্ণরূপ ভজিবার কালে ,
কৃষ্ণকালী রূপ তুমি আয়ানে দেখালে ।
ছলনায়  ভুলাও তুমি ওগো দয়াল মতি ,
ঢাকো মোর লাজ ভয় ওগো জগৎপতি ।


   🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡🎡


সকাল -৮:৩০ মিনিট ।
২১ /১০ / ২০১৬ শুক্রবার ।
কোলকাতা ।