ওগো আমার আগমণী ,
            ভরাও আলোয় ভূবনখানি ।
শিউলী ছড়ানো পথের 'পরে ,
             আয় মা উমা আয় মা ঘরে  ।


আশ্বিনে শারদা মাগো -
          কোজাগরীতে পূজে কমলা ,
কার্তিকে কালিকা মাগো -
               পূজে তোমায় মঙ্গলা ।


অন্নপূর্না তুমি মাগো
             পূজিতা অঘ্রানে  ,
পৌষমাসে গঙ্গাপূজা
             যায় গঙ্গাস্নানে  ।


মাঘেতে সরস্বতী তুমি
           দেয় পায়ে অঞ্জলী  ,
ফাল্গুনে দোলযাত্রা
             ফাগে খেল হোলী ।


বৈশাখে  ভগবতী তুমি
             মিহষাসুর মর্দিনী  ,
জ্যৈষ্ঠেতে  দশহরা তুমি
                 নাগিনী রূপিনী  ।


আষাঢ়েতে রথ যাত্রায়
                 থাক সুভদ্রা রানী ,
শ্রাবনে হরের সাথে
                পূজে মা ভবানী  ।


ভাদ্রেতে ভাদুরানী
             পূজে দেশে দেশে  ,
বারমাস পূজে মাগো
           তোমায় ভিন্ন ভিন্ন বেশে ।


        🌾🌿🌾🌿🌾🌿🌾🌿
বিকাল -৫:১৫ মিনিট ।
২৩/০৯/ ২০১৯ সোমবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।