বই নিয়ে বসে পড়ছি -
এমন সময় ঢং ঢং ঘড়িতে
সাড়ে ন'টার ঘন্টা বেজে উঠল ।
আমি  উঠে স্নান সেরে ,বই গুছিয়ে ,
পোষাক পরে ,মা কে বলি -
মা খাবার দাও স্কুলে যাব ।
খাবার দিয়ে মা বল্লেন -
এসো খাবার দিয়েছি ,খেয়ে নাও ।
তাড়াতাড়ি খেয়ে বই নিয়ে স্কুলের
পথে রওনা হই ।স্কুলে যাওয়ার পথে -
গলি রাস্তার মোড়ে বাড়ী। দরজাটা বন্ধ ,
বোধহয় নেই ,অফিসে বেরিয়ে  গেছে ।
স্কুলের দেরী হয়ে যাচ্ছে ,তাড়াতাড়ী করে-
স্কুলে চলে গেলাম ।
বিকেল চারটায় স্কুল ছুটির ঘন্টা বাজল ।
বাড়ী ফেরার পথে দেখি ছেলেটি রাস্তার
উপর দাঁড়িয়ে আছে ।
আমায় দেখে সে হাসলো ,
বললো -ভালো আছো ?
আমি আজ অফিস থেকে
তাড়াতাড়ি ফিরে এসেছি ।
হ্যাঁ- স্কুলে যাওয়ার সময়
দেখলাম বাড়ীর দরজাটা বন্ধ ।
তারপর তার জিজ্ঞাস্যের উত্তর
দিলাম -ভালো আছি !তাহলে -
আমি তবে আসি ?


        **********
দুপুর -২:১৭ মিনিট ।
২৭/০২/২০১৯ বুধবার
কেরাণীটোলা = মেদিনীপুর ।