ওলো আমার ভাদুরানী ,ভাদু আমার গরবিনী ,
মাথায় দিব সোনার মুকুট শাড়ী দিব দামী দামী ।
আর কি কি লিবি বিটি বলনা আমকে ভাদুমণি ,
বাজার থ্যাকে অ্যানে দিব অ্যানে দিব এক্ষুনি ।
গয়না  কিকি লিবি বিটি বলনা বিটি আমারে ,
গোড়ে দিব রূপার নুপূর সাজবি গো মা বাহারে ।
কিকি শাড়ী লিবি ভাদু বলনা গো তুই আমারে ,
কলকা কাটা শাড়ী লিব জামা লিব বাহারে ।
ভাদুর গলায় ফুলের মালা দেখবি যদি আয় ,
যতন কইরে গ্যাঁথব মালা কি বা শোভা তায় ।
আর বাসি ভাতে নুন লঙ্কা লুচির লেখেন ভাই ,
নুতন পিরিতের মজা আঁখি খারাখারি তাই ।
গাছের মধ্যে তুলসী পাতার মধ্যে পান-ই ,
নারীর মধ্যে রাধিকা পুরুষ ভগবান-ই ।
বাঁশী লয় বাঁশরী লয় কৈরাল বাঁশের ধ্বজা ,
বিনা ফুঁকে বাজে বাঁশী ডাকে রাধা রাধা !
ভাদরে আদরে বিটি আশ্বিনে বিদায় লো ,
কাঁদি কাঁদি কাঁদি ভাদু যাবেক শ্বশুর ঘরে লো ।
ধররে ধররে জামাই ধররে কুলের হাত ,
এই মন মহুয়ার নেশায় মাতাল কাটবে সারারাত ।
চোখের মাঝে রাইখবো তরে আদর ক্যইরে বুকে ,
ভালোবাসায় ক্যাটবে জীবন ভাসবে জীবন সুখে ।


বিঃ দ্রঃ -- বাহারে > সুন্দর করে , লেখেন >মত ,জামা>ব্লাউজ (এখানে) , গোড় > পা !
   *************************
বিকাল - 4 : 26 মিনিট ।
19 /09 / 21 রবিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।